বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুরে ত্রি-দলীয় ক্রিকেটের তৃতীয় খেলায় দূরন্ত একাদশের জয়লাভ করেছে। চুয়াডাঙ্গার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় এ খেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করে সুপার স্টার সাইক্লোন একাদশ বনাম দূরন্ত একাদশ। টচে জিতে দূরন্ত একাদশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে সুপার স্টার সাইক্লোন একাদশ সবকটি ইউকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে। জাবাবে দূরন্ত একাদশ মাত্র ৪ ওভার ৪ বল খেলে ১ ইউকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ফলে দূরন্ত একাদ্বশ ৯ ইউকেটে জয়লাভ করে। খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন দূরন্ত একাদশের খেলোয়াড় ইমরান খাঁন। খেলাটি পরিচালনা করেন আশিক ও তুহিন। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্টপোষক ও আয়োজক আ.লীগ নেতা বেগমপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী শরিয়ত, মোখলেছুর রহমান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ : পাল্টাপাল্টি অভিযোগ
এছাড়া, আরও পড়ুনঃ