ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আকুন্দবাড়ীয়া স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের উদ্ভোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে আকুন্দবাড়ীয়া ফুটবল মাঠে কেএম ক্লাবের উদ্যোগে স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে ফাইনোলে উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনস্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের সভাপতি লিয়াকত হোসেন লাল্টু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইসলাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ডা. আফসার উদ্দিন কলেজের পিন্সিপাল মাহাবুল ইসলাম সেলিম, জেলা যুবলীগ নেতা অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কেএম ক্লাবের প্রতিষ্ঠাতা খলিলুর রহমান, সহসভাপতি মানুন অর রশীদ মেম্বার, মিরছাদ মেম্বার, আনোয়ার হোসেন পান্না, রোকনুজ্জামান জুয়েল, মাসুদ রানা, মিলন হোসেন, নবী ছদ্দিন, আলম হোসেন, ফররুল ইসলাম, অহিদুল ইসলাম, কামাল হোসেন, রোকন, মহিউদ্দিন, বকুল হোসেন, সোহেল রানা, মারুফ হোসেন, টিপু প্রমুখ। সার্কি অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের সাধারন সম্পাদক আব্দুস সালাম। খেলায় মেহেরপুর সিংহাটি একাদশকে ৩-০ গোল পরাজিত করে মেহেরপুর আশরাফপুর রুহুল আমীন একাড়েমির জয়লাভ। রেফারি হিসাবে খেলাটি পরিচাণা করেন রেহান। সহকারী ছিলেন আকাশ ও পারভেজ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ