ভালাইপুর প্রতিনিধি: চুয়াডঙ্গা জেলা ভলিবল ইভেন্টের ফাইনাল খেলায় রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়কে পরাজিত করে কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন। ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর ভলিবল ইভেন্টের খেলা গতকাল রোববার সকাল ১০টার দিকে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দামুড়হুদা উপজেলার কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়ের মেয়েদেরকে ২৫-৯ এবং ২৫-১৩ পয়েন্টে ২-০ সেটে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন মো. হাফিজুর রহমান ও মোহাম্মদ আব্দুল হাই। খেলার মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জেলা প্রশিক্ষণ সমন্বয়ক এসএম হাবিবুর রহমান, কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, ক্রীড়া শিক্ষক মাহমুদুল হাসান শিপন, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, শামীম রেজা ও তাওহিদুল হক প্রমুখ। এই জয়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হওয়ায় এবং বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করায় কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা অফিসসহ ক্রীড়া অনুরাগীরা ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.