গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর শিমুলতলা যুব সংঘ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় জুটি। চ্যাম্পিয়ন জাহিদ-সেন্টু জুটি মেহেরপুর ক্লাবের নিহাল-হপার জুটিকে ২-০ সেটে পরাজিত করে। গত সোমবার মধ্য রাতে শিমুলতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার জেলার ১৬টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিমুলতলা প্রাথমিকের প্রধান শিক্ষক মইনুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ। প্রধান বক্তা ছিলেন রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মড়কা বাজার কমিটি সভাপতি আব্বাস আলী, এলাঙ্গি পুলিশ ক্যাম্প ইনচার্জ হেকমত আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টু।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ