কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে স্কুল প্রাঙ্গনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আকলিমা খাতুন, রাফিয়া খাতুন, জেসমিন আরা, শিরিনা খাতুন, মো. মহিবুল্লাহ, শরিফুল ইসলাম, ফরহাদ হোসেন, পরিচালনা কমিটির সদস্য সাধন বিশ্বাস, রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, জাহিদুল ইসলাম, শামিম আক্তার, আতিয়ার রহমানসহ সকল শিক্ষার্থীবৃন্দ। এর আগে সকাল ১০টার দিকে বিদ্যালয়ের আয়োজনে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ