কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে কোমরপুর জয়ী হয়েছে। রোববার বিকাল ৪ টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে উপজেলার কোমরপুর ও আরামডাঙ্গা একাদশের মুখোমুখি হয়। নির্ধারিত খেলা শেষে কোমরপুর একাদশ ৪-১ গোলে আরামডাঙ্গা একাদশকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে শাওন হেট্রিক করে সেরা খেলোয়ার নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন প্রিন্স সাজ্জাদ, নাসিম ও রাজু। খেলা শেষে কার্পাসডাঙ্গা ফুটবল দলের সাবেক সেরা স্ট্রাইকার আশুব্বর রহমান বাবু প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রতন বিশ্বাস, যুবলীগ নেতা ওমিদুল বিশ্বাস, স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা তুহিন আক্তার, ছাত্রলীগ নেতা খালিদ, রিয়াদ প্রমুখ।