স্টাফ রিপোর্টার: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা ভেন্যুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার বিভাগীয় পর্যায়ের ফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরা জেলা দল ও খুলনা জেলা দল। চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে টসে হেরে প্রথমে সাতক্ষীরা জেলা দল ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে।
জবাবে খুলনা জেলা দল সবকটি উইকেট হারিয়ে ৯৪ রানে অলআউট হয়। ফলে সাতক্ষীরা জেলা দল ৬৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাতক্ষীরা জেলা দলের অধিনায়ক আবিষ দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় বিকেল সাড়ে ৩টায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ) শারমিন আক্তার। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসানুজ্জামান হিলনসহ বিভাগীয় ক্রিকেট কোচ ও আমন্ত্রিত অতিথিগণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাবেক খেলোয়াড় জুয়েল মাহমুদ।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.