মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। ১৭৯ রানের জবাবে খেলতে নেমে ২৯.১ ওভারেই জয় পায় দলটি। দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত হওয়াতে কপাল পুড়েছে আফগানিস্তানের। ইংল্যান্ডের সঙ্গে তাদেরও বাড়ির টিকিট কাটতে হয়েছে। শনিবার করাচিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে বোলার জোফরা আর্চারের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো ইয়ানসেন নিজে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া উইয়ান মুল্ডারের ঝুলিতেও গেছে ৩ উইকেট। জবাবে খেলতে নেমে দলীয় ৪৭ রানে দুই ওপেনার রায়ান রিকেলটন ও ত্রিস্তান স্তাবস শিকার হন জফরা আর্চারের। তবে তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করেন রাসি ফন ডার ডুসেন ও হেনরিখ ক্ল্যাসেন। কিন্তু জয়ের জন্য যখন ৬ রান প্রয়োজন তখন ৬৪ রানে আউট হন ক্ল্যাসেন। নতুন ব্যাটার ডেভিড মিলার (৭) এসে ছক্কা মেরে প্রোটিয়াদের জয় এনে দেন। অন্যদিকে ৭২ রানে অপরাজিত থাকেন ডুসেন। দক্ষিণ আফ্রিকার জয়ে শেষ চারের চক্রও পূর্ণ হয়েছে। ‘বি’ গ্রুপের সেরা দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড। আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর ৬ মার্চ শেষ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.