আলমডাঙ্গায় স্বপ্নের পদ্মা সেতু প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
টাইব্রেকারে ৩-১ গোলে অফিসার্স ক্লাব বিজয়ী
ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় স্বপ্নের পদ্মা সেতু প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। আলমডাঙ্গার এটিম ফুটবলমাঠে বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা অফিসার্স ক্লাব বনাম আলমডাঙ্গা পৌরসভা ফুটবল ক্লাব এ খেলায় পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে। গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য সেতু উন্মুক্ত করে দেয়ার আনন্দে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে, আলমডাঙ্গা অফিসার্স ক্লাবের উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচে অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান মিতু, বীর মুক্তিযোদ্ধা নুর মুহাম্মদ জকু, ২নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র মুজিবুল হক প্রমুখ। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে, খেলাটি টাইব্রেকারে গড়ায় এবং ৩-১ গোলে আলমডাঙ্গা অফিসার্স ক্লাব বিজয়ী হয়। খেলা শেষ হলে পৌর মেয়র হাসান কাদির গনু আলমডাঙ্গা অফিসার্স ক্লাবের অধিনায়ক উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন, পৌরসভা ফুটবল টিমের অধিনায়ক আব্দুল জব্বার লিপুর হাতে রানারআপ ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী শেষে উপস্থিত অতিথিবৃন্দসহ উভয় টিমের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।