মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ টাউন ফুটবল মাঠে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী টি-টোয়েন্টি সিরিজে মুন্সিগঞ্জ সংহতি সংঘকে হারিয়ে দর্শনা কেরুজ বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে শুরু হওয়া খেলায় দর্শনা কেরুজ বয়েজ ক্লাব টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে। জবাবে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ব্যাটে নেমে ৮ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে। ১৯ রানে দর্শনা কেরুজ বয়েজ ক্লাব জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। ১০৬ রান ও ২ উইকেট পেয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সাজু। ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয় মুন্সিগঞ্জ সংহতি সংঘের রিকু। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সংহতি সংঘের সাধারণ সম্পাদক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, আওয়ামী লীগ নেতা দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল, ইউসুফ আলী মাষ্টার, সুমন শর্মা, মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির টু আইসি রমেন কুমার সরকার, সাংবাদিক অনিক সাইফুল।
সার্বিক পরিচালনায় ছিলেন ইয়াছিন আরাফাত সবুজ, সোহেল রানা, রতন।