আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় শেখ জাফর মেম্বার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে ভাংবাড়িয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করেন ১০৬ জন প্রতিযোগী। ২০ জন প্রতিযোগীকে বাছাই করে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ট্রফি, পরিবেশ বন্ধু গাছ ও মাস্ক প্রদান করা হয়েছে এবং চতুর্থ থেকে বিশতম স্থান অধিকারীকে পরিবেশ বন্ধু গাছ ও মাস্ক প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারী ও দর্শকদেরকে একটি করে মাস্ক প্রদান করা হয়েছে। খেলায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু ছদ্দীন। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পরিবেশ বন্ধু ও ক্রীয়া প্রেমিক শেখ জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজা, ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুদ্দিন জোয়র্দ্দার, মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক হোসেন, সালাউদ্দিন রিপন, খাইরুল ইসলাম, সাইফুল ইসলাম, সহেল রানা, উজ্জ্বল হোসেন, সজল আহমেদ, তপন হোসেন, রাজা হোসেন, ছোটন রাশেদুল ইসলাম, রাসেল হোসেন, মাহফুজ, রুবেল, সুমন আলী, সেলিম রেজা, মিলন হোসেন, তরিকুল ইসলাম, মনোয়ার হোসেন, রিমন আহমেদ, বিল্লাল হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন বিপ্লব হোসেন মাস্টার।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ