আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের আসমানখালী বন্দরভিটায় ধীর গতিতে মোটরসাইকেল প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১০টার দিকে গ্রামের মাঝেরপাড়ার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। সেরা তিনজন প্রতিযোগিকে নির্বাচিত করে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১ম হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা গ্রামের শাহিন, ২য় হয়েছেন আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের জামাল হোসেন, ৩য় হয়েছেন আসমানখালী পুলিশ ক্যাম্পের সদস্য সাকিব হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুদুল হক মিটুল। খেলায় সভাপতিত্ব করেন আলহাজ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা জজ কোর্টের সিনিয়র সহকারী জজ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার তুহিনুজ্জামান, আসমানখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ আব্দুর রহিম, মজিবর রহমান। অনুষ্ঠানটির সার্বিক তত্ববধানে ছিলেন গাংনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রহমান, হাফিজুর রহমান লাভলু, এমদাদুল হক ওদুদ, বদিউজ্জামান, নাসির উদ্দীন, আব্দুল খলিল, ইয়ামিন আলম, লিপন মিয়া, জাহিদুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল গাফ্ফার, কাজল হোসেন, দিপু মতিয়ার, সোহেল রানা, আশাবুল হক, জাকিরুজ্জামান জিংকু মিয়া, রাজিব হোসেন, আশারাফুল হক, শামীম রেজা, মাসুদ রানা, শওকত আলী, সুজন হোসেন, জুহিন হোসেন, আব্দুল হালিম প্রমুখ। প্রতিযোগিতার ধারাভাষ্যকার ছিলেন সাবেক ছাত্রনেতা মিলন বিশ্বাস।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ