আর্জেন্টিনার কাছে হেরে পদত্যাগ করলেন নেদারল্যান্ডস কোচ

 

মাথাভাঙ্গা মনিটর: নেদারল্যান্ডসের অন্যতম সেরা একজন কোচ হিসেবে সর্বজনস্বীকৃত লুই ফন গাল। বার্সেলোনা, আয়াক্স, ম্যানচেস্টার ইউনাইটেডের মত ক্লাবের কোচ হিসেবে পেয়েছেন সফলতা। নেদারল্যান্ডসের হয়েও বিশ্বকাপে ভালো করেছিলেন তিনি; কিন্তু অধরা বিশ্বকাপ ট্রফি এনে না দিতে পারার দরুণ আর্জেন্টিনার সঙ্গে কোয়ার্টারে হেরে নেদারল্যান্ডস বিদায় নিলে তিনিও সরে দাঁড়ান ডাগআউট থেকে। সিদ্ধান্তটা আগেই নেওয়া ছিল। বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন এই ডাচ কোচ। বর্তমান মেয়াদের আগে আরো দুইবার ডাচদের কোচ হয়েছিলেন তিনি। ২০০০-০১ সালে প্রথমবার কোচ হয়েছিলেন তিনি নেদারল্যান্ডসের। যেখানে ১৫টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ৯টি ম্যাচ জিতেই প্রথম মেয়াদ শেষ করেন। দ্বিতীয় মেয়াদে আবারো নেদারল্যান্ডসের কোচ হন ২০১২ সালে। ২০১৪ বিশ্বকাপে তার অধীনেই স্পেনকে হারিয়ে গ্রুপে শীর্ষ হয়ে বিশ্বকাপের সেমিতে উঠেছিল তারা। কিন্তু সেবারও সেই আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল কমলা জার্সিধারীরা। এবার ৩য় মেয়াদে ডাচদের হয়ে ২০২১ সালে দায়িত্ব নিয়ে মোট ২০ ম্যাচে ১৪টিতেই জয়ের দেখা পেয়েছেন তিনি। বড় দলগুলোকে শিরোপা জেতাতে না পারলে কোচরাও স্থায়ী হন না। যার ফলশ্রুতিতে তিনি নিজে থেকেই সরে দাঁড়ান। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আরেক সাবেক ডাচ কোচ রোনাল্ড কোম্যান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More