আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মুন্সিগঞ্জ সংহতি সংঘের সহজ জয়

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ সংহতি সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়পক ৫ উইকেটে হারিয়েছে মুন্সিগঞ্জ সংহতি সংঘ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় টসে জিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যাটিং করার সিদ্ধান্ত নেই। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে।
জবাবে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ১৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫.৪ বলে ৫ উইকেট হারিয়ে সহজে লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৫ উইকেটের জয় পায় মুন্সিগঞ্জ সংহতি সংঘ। খেলায় নিয়মিত ৬-৪ এর মারে মাঠে খেলা দেখতে আসা কয়েক হাজার দর্শককে উল্লাস করতে দেখা যায়। এতো দর্শক এর আগে কখনো ক্রিকেট টুর্নামেন্টে কেউ দেখেনি। খেলাটির ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রাফসান। তিনি ২৪ রান দিয়ে ৪ উইকেট ও ৩৩ বল খেলে ৪০ রান সংগ্রহ করে। খেলাটির সার্বিক তত্ত্বাবধান ও পুরস্কার বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন। জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহীদুদ্দোজা মিল্টন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, সংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ। চুয়াডাঙ্গা জেলা ডিএসবির পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জ সংহতি সংঘের সাধারণ সম্পাদক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু। অ্যাডভোকেট হেদায়েতুল ইসলাম আসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবিদুদ্দোজা কেবল, জাহাঙ্গীর আলম, তুষার, স্কোরের দায়িত্ব ছিলেন স্বাক্ষর ও আমিরুল। খেলাটির ধারাভাষ্যে ছিলেন হেলাল ও মাহফুজ। খেলাটির স্পন্সর করেছেন ব্লু ডট ইন্টারন্যাশনালের প্রোপাইটার মাসুদ রানা। বরাবরের মতো এবারও খেলাটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দৈনিক মাথাভাঙ্গা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More