মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফগানিস্তান। লড়াই চালিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি রহমত শাহ। দলের শেষ ব্যাটার হিসেবে ৯০ রানে সাজঘরে ফিরেছেন তিনি। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ৩১৫ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের ইনিংস থেমেছে ২০৮ রানে। আফগানিস্তানের হাড়টা নিশ্চিত হয়ে গিয়েছিল ৫০ রানে ৪ উইকেট পড়ার পরপরই। এরপর বাকিটা পথ একরকম একাই লড়াই করে গেছেন রহমত শাহ। সেই লড়াইটা হাড়ের ব্যবধান কমানোর। রান রেট কমিয়ে রাখার। যাতে বাকি দুই ম্যাচে সুযোগ নেয়া যায়। সেটা অবশ্য পেরেছেন তিনি। রহমতের সামনে একটা সময় হাতছানি ছিল সেঞ্চুরি হাঁকানোরও। তবে শেষ পর্যন্ত পারলেন না তিনি। এখানে অবশ্য বাকিদেরই দায় বেশি। যার ফলে একা লড়াই করেও তিনি পারলেন না দলের বড় হার ঠেকাতে। বিপরীতে ১০৭ রানের বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। অথচ, কদিন আগেই এই দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মঞ্চেও সেই স্বপ্ন দেখেছিল দলটি। তবে বড় মঞ্চে তাদের বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা-মেহেরপুরে নানা আয়োজনে ভাষা শহিদদের স্মরণ বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয়
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.