জীবননগর ব্যুরো: অপরিকল্পিত ড্রেন নির্মাণের কারণে জীবননগর স্টেডিয়াম জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে খেলোয়াড়রা তাদের শরীর চর্চাসহ খেলাধুলা করতে পারছেন না। পুরো বর্ষাকাল জুড়ে এ অবস্থা বিরাজ করায় বিপাকে পড়েছেন খেলোয়াড়রা।
জানা যায়, জীবননগর স্টেডিয়াম সড়কের পাশ দিয়ে জীবননগর পৌরসভা ড্রেন নির্মাণ করেছে। এ ড্রেনটি রাজনগরের ডা. দোস্ত মোহাম্মদের বাড়ি পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। অসম্পূর্ণ এ ড্রেনটি আরও একটু সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিলো। রাজনগর মোড়ে গিয়ে শেষ হয়ে এ পানি ভৈরব নদে নেমে যাবে। কিন্তু ড্রেনটি মাঝামাঝি পর্যায়ে গিয়ে শেষ করায় ড্রেনের পানি নিষ্কাশিত হতে পারছে না। ফলে ড্রেনের পানি উপচে পড়ছে স্টেডিয়ামে। ফলে সারা বর্ষাকাল জুড়ে জলমগ্ন রয়েছে স্টেডিয়াম মাঠটি। এর ফলে খেলোয়াড়রা শরীর চর্চাসহ খেলাধুলা করতে পারছেন না। সাবেক ফুটবলার কাজী মামুনুজ্জামান আদুন জানান, সারা বর্ষাকাল জুড়ে স্টেডিয়াম মাঠটি পানিতে পূর্ণ থাকায় খেলোয়াড়দের শরীর চর্চা ও খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তিনি স্টেডিয়ামের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ