মাথাভাঙ্গা মনিটর: করোনাকালে অনেক বিশ্বজুড়ে অনেক কিছুরই আনা হয়েছে নান পরিবর্তন। করোনার কারণে থমকে গেছে পুরো পৃথিবী। দুই মাসেরও বেশি সময় হলো মাঠে খেলা নেই। এমন পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই অনলাইনে আয়োজন করা হয়েছিলো ওয়ার্ল্ড আর্চারির প্রথম টুর্নামেন্ট। যেখানে চ্যাম্পিয়ন হয়েছেন কলম্বিয়ার সারা লোপেজ। ঘরে বসেই আর্চার এ খেলায় অংশ গ্রহণ করেন। প্রতিটি আর্চার অনলাইনে দুটি ক্যামেরা নিয়ে হাজির হন। এরপর অনলাইনেই চলে খেলা। শিরোপা নির্ধারণী ম্যাচে নরওয়ের ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়ন আন্দ্রেসকে ১৪৬-১৪৪ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন সারা। জিতে নেন ওয়ার্ল্ড আর্চারির প্রথম আন্তর্জাতিক রিমোট টুর্নামেন্ট। আর দীর্ঘদিন পর খেলায় ফিরতে পেরেও বেশ খুশি আর্চাররা। সারা লোপেজ বলেন, ‘আমার জন্য বেশ কঠিনই ছিলো কাজটি। কারণ এখানে বেশ বৃষ্টি হচ্ছে। একটু সমস্যা হলেও আমি বেশ উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ এমন একটি আয়োজনে অংশ নেয়ার জন্য।’