মাথাভাঙ্গা মনিটর: টুর্নামেন্ট শুরুর দুইদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাহোর দুর্গের দিওয়ান-ই আমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে একঝাঁক তারকার উপস্থিতি থাকবে। প্রধান আকর্ষণ ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংয়ের শিল্পী আতিফ আসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সেটিই গেয়ে শুনিয়েছেন পাকিস্তান তারকা গায়ক। এছাড়া অনুষ্ঠানে রঙিন জগতের তারকা ছাড়াও পিসিবি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্থানীয় দর্শকদের জন্য উন্মুক্ত থাকলেও টেলিভিশনের দর্শকদের জন্য প্রচারের ব্যবস্থা রাখেনি পিসিবি। তবে পিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি দেখা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পেয়েছেন নেটিজেনরা। টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পরদিন দুবাইয়ে বাংলাদেশ খেলবে টিম ইন্ডিয়ার বিপক্ষে। দুই গ্রুপের ১২টি ম্যাচ শেষে হবে সেমিফাইনাল। দুটি গ্রুপ থেকে ২টি করে মোট ৪টি দল সেমিতে উঠবে। ৪ মার্চ প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় এর পরদিন। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.