কালীগঞ্জে সাবেক এমপি আনারের ভাতিজার বিরুদ্ধে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
বিচারের দাবিতে মানববন্ধন : মায়ের সাথে মহাসড়কে তিন বছরের শিশু কন্যা
কালীগঞ্জ প্রতিনিধি: পরকীয়া প্রেমের জেরে ঝিনাইদহের কালীগঞ্জে আহসানুল ইসলাম অর্কিড (৩২) নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে নির্মমভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অর্কিডের স্বজন ও এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আওয়ামী লীগের সাবেক এমপি আনারের ভাতিজা যুবলীগ নেতা মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল অর্কিডের শরীরে আগুন দেন বলে মৃত্যুর আগে জানিয়েছেন অর্কিড। অর্কিডের ৩ বছরের শিশুকন্যা অকিয়া তাবাসসুম মায়ের সাথে মহাসড়কে দাঁড়িয়ে বাবা হত্যার বিচার চায়। সে সময় অকিয়াকে বার বার বলতে শোনা যায়, ‘আমি বিচার চাই, আমি বিচার চাই, বাবা হত্যার বিচার চাই।’ অর্কিডের স্ত্রী তানজিলা আফরিন অর্পা বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে শরীরে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন, ফয়সাল এরা জড়িত। পরকীয়া বলে হত্যাকা-কে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। সবকিছুর প্রমাণ থাকলেও পুলিশ মামলা নিতে চাচ্ছে না। ৫ আগস্টের পরও মানুষ কি ন্যায় বিচার পাবে না। হত্যাকা-ের বেশ কিছুদিন অতিবাহিত হলেও আসামিরা এখানো ধরাছোঁয়ার বাইরে। তিনি বলেন, গত ৫ মার্চ কৌশলে যশোরে ডেকে নিয়ে ওই তিনজন শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর তারা চিকিৎসা নিতেও বাঁধা দিয়েছে। ওইদিনই জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ১০ মার্চ মারা যায়। আমাদের দাম্পত্য জীবন খুবই ভালো কাটছিল। এসবের দিকে নজর লেগেছিল বিপথগামী নারী তারিনের। যার ফলে আমার স্বামীকে তারা মেরে ফেলেছে। তিনি হত্যাকা-ের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে। মানববন্ধনে তার বাবা বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।
জানা গেছে, মাসখানেক আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন অর্কিড। এরপর থেকে অর্কিড ও তারিন আত্মগোপনে থেকে বসবাস করছিলেন। অর্কিড ও তারিন আগে থেকেই বিবাহিত এবং তাদের দুইটি করে সন্তান রয়েছে। গত ৫ মার্চ সকালে যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে ডাকেন তারিন। এ সময় রিংকু ও তারিন অর্কিডকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে অর্কিডের কাছে থাকা তিন লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। সাবেক এমপি আনারের ভাতিজা মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এই তিনজন শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অর্কিডের পরিবারের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। ভয়ে যশোরের কোনো হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর তাকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় অর্কিডের মৃত্যু হয়।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.