দামুড়হুদায় তরুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ উৎসব চলবে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে তারুণ্যের সম্ভবনাকে এগিয়ে নিতে স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের জন্য দেশীয় ঐতিহ্যবাহী প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলাধূলাসহ, ফুটবল, ক্রিকেট খেলার আয়োজন করা, মাদক মুক্ত সমাজ গঠনের জন্য সভা সেমিনারের আয়োজন করা, যুবকদের নিয়ে বিভিন্ন পেশাভিত্তিক উদ্যাক্তামূলক সভা সেমিনার আয়োজন করা, মোবাইল আসক্তি দূর করার জন্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কীভাবে আয় করতে পারি টেকসই উদ্যোগ গ্রহণ ও প্রচার করা, সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য উম্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা, নিরাপদ খাবার উৎপাদনের জন্য নিরাপদ উপকরণ ব্যবহারের উদ্যোগ গ্রহণ করে প্রচার করা, ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিযোগিতামূলক দেশাত্মবোধক গান, হামদ-নাত গজলের আয়োজন করাসহ তারুণ্যের সম্ভবনাকে এগিয়ে নিতে নানা প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, প্রাণীসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি একরামুল হক পিপুল, শিক্ষা কর্মকর্তা আবু হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশীদ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলি ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More