চুয়াডাঙ্গা প্রেসক্লাবে প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক ও দাতা সদস্যদের স্মরণসভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি সরদার আল-আমিনের সভাপতিত্বে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। আয়োজিত স্মরণসভায় প্রয়াত ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও দাতা সদস্যদের স্মরণ করে অনুভূতি ব্যক্ত করেন বর্ষিয়ান সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সদস্য মাহাতাব উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নাজমুল হক স্বপন ও দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক-প্রকাশক চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি ইসলাম রকিবের সঞ্চালনায় স্মরণ সভায় আরও কথা বলেন, দৈনিক প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি, এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম, ডেইলি অবজারভারের চুয়াডাঙ্গা প্রতিনিধি আবুল হাশেম, সাংবাদিক শেখ সেলিম, নাগরিক টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হোসাইন মালিক। স্মরণ সভার সভাপতি সরদার আল-আমিন বলেন, প্রয়াতদের ত্যাগের ফসল ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা প্রেসক্লাব। তাদের দেখানো পথেই আমরা মসৃণভাবে পথ চলছি। এজন্য আমরা তাদের কাছে চির ঋণী। প্রয়াত সহকর্মীদের স্মরণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব যে উদারতার পরিচয় দিয়েছে তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ফলে এ অঙ্গণে আরও কীর্তিমানের আবির্ভাব হবে। সমৃদ্ধ হবে এ জেলার সাংবাদিকতা। সাংবাদিকদের আয়োজনে আয়োজিত এ ধরনের স্মরণসভা বা সাংবাদিকদের কল্যাণ একান্ত নিজস্ব অন্য যেকোনো সভা সব সময় সংগঠনকে সংগঠিত করে। যারা চলে গেছেন, তারা নিশ্চয়ই ভালো কাজ করে গেছেন। তাদের ভালো কাজগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য। আমরা প্রয়াত সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের সাধ ও সাধ্যের মধ্যে থেকে প্রায় তো সদস্যদের পরিবারের পাশে থাকার চেষ্টার কোনো ত্রুটি নেই। স্মরণ সভায় প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের পরিবারের অনেকেই তাদের স্মৃতি স্মরণ করতে গিয়ে কেঁদে ফেলেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সৃষ্টি লগ্ন থেকে প্রাণের এ প্রতিষ্ঠানের কল্যাণে যারা কৃতজ্ঞ চিত্তে কাজ করে প্রয়াত হয়েছেন তাদেরকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সেই সকল স্মরণীয় ও শ্রদ্ধেয় প্রয়াত ব্যক্তিরা হলেন-চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক আতিয়ার রহমান, শহীদ সাংবাদিক মোহাম্মদ আলী তিনি ছিলেন পাকিস্তান অবজারভার ও দৈনিক সংবাদের চুয়াডাঙ্গা মহাকুমার প্রতিনিধি। ১৯৭১ সালের ২৬ জুলাই নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় পাকিস্তানী সেনারা। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। অ্যাডভোকেট এ কে এম মুসা তিনি দি নিউ নেশন, বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল (পিআইবি), দি বাংলাদেশ টাইম, দৈনিক ইত্তেফাক, এবং বাংলাদেশ বেতারে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন। ফিরোজ খান দৈনিক জনতার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন, তিনি ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। ওয়াসিকুর রহমান জোয়ার্দ্দার বেলাল চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। আরও স্মরণ করা হয় মোহাম্মদ ওয়াদুদ হোসেনকে। যিনি দৈনিক খবরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তুমুল জনপ্রিয় এবং সাধারণ মানুষের কাছের মানুষ হিসেবে যিনি নিজেকে উদ্ভাসিত করেছিলেন তিনি হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক সাইফুল ইসলাম পিনু, খ্যাতিমান শিক্ষা অনুরাগী এবং ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক আলমডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান পাক্ষিক গ্রাম বাংলার সম্পাদক মকবুলা রহমান ও দৈনিক আকাশ খবরের কার্যনির্বাহী সম্পাদক তানজির আহমেদ রনি। এছাড়া প্রয়াত দাতা সদস্যদের মধ্যে, চুয়াডাঙ্গা সদর উপজেলা শংকরচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর আলী, দানবীর হিসেবে খ্যাত আলমডাঙ্গা হারদীর এম এস জোহা সহ প্রয়াত দাতা সদস্যদের স্মরণ করা হয়। প্রয়াত সদস্যদের পরিবারের পক্ষ থেকে স্মরণসভায় উপস্থিত ছিলেন মরহুম আশিকুর রহমান জোয়ার্দ্দার বেলালের সন্তান ওহিদ হোসেন, ফিরোজ খানের ছোট ভাই চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য মাহফুজ খান ও প্রয়াত সদস্য এ কে এম মুসার সেজো ছেলে লাভলুর রহমান। স্মরণ সভায় অনুভূতি ব্যক্ত শেষে প্রায় তো সদস্য ও দাতা সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা জাহিদ হাসান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.