মেহেরপুরে ডাকাতির ঘটনার সাথে জড়িত ৩ যুবক আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার এক বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে পাঁচ লাখ টাকা ডাকাতির ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটি দল জেলার গাংনী উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেফতার করে। মেহেরপুর ডিবির ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-গাংনী সিনেমা হলপাড়ার আবেদ আলীর ছেলে সাঈদ হোসেন (১৮), গাংনী উত্তরপাড়ার আসাদ আলীর ছেলে তামিম হোসেন (১৭) ও উপজেলার চৌগাছা গ্রামের আলতাব হোসেনের ছেলে মনির হোসেন (২০)। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর স্টেডিয়ামপাড়ার বাসিন্দা আহসান আলীর স্ত্রী বৃদ্ধা জাহানারা খাতুন তার নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সময় ৩ জনের একদল ডাকাত বাড়ির মূল ফটক টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে জাহানারা খাতুনের গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে ঘরের গচ্ছিত প্রায় ৫ লাখ টাকা নিয়ে সটকে পড়ে। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ এবং জেলা ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়। ডাকাতির ঘটনার পর ডিবি পুলিশের একাধিকদল মাঠে নামে। যে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে গাংনী উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মেহেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.