মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মুল্য অপেক্ষা বেশি মুল্যে পণ্য বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর দিঘীরপাড়া, হাসপাতাল রোড ও চক্রপাড়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মুল্য অপেক্ষা বেশি মুল্যে পণ্য বিক্রির অপরাধে দিঘীরপাড়াস্থ মেসার্স তানিয়া ট্রেডার্সের মালিকের নিকট থেকে ৩৮ ও ৪০ ধারায় ২ হাজার টাকা। হাসপাতাল রোডে মেসার্স অল স্টোরের মালিকের নিকট থেকে ৫১ ধারায় ২ হাজার টাকা। মেসার্স মেহেরপুর ফুড কর্নারের মালিকের নিকট থেকে ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তাজিমুল হক উপস্থিত ছিলেন।