কবিতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা যায়
কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবি মিলন মেলায় বক্তারা
রতন বিশ্বাস:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় কার্পাসডাঙ্গা মিশন পল্লিতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের এপিএ এক্সপার্টপুল সদস্য মোঃ হামিদুর রহমান।
এসময় তিনি বলেন, সকলের উচিত কবিতা পড়া। কবিতা পড়লে সবকিছু জানা যায়। আমরা ছিলাম পরাধীন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যার গান ও কবিতা যুগে যুগে বাঙালির জীবন সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণার উৎস হয়ে কাজ করেছে। আর মৃত্যুকালে তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি। মাঝে ৭৭ বছর জুড়ে ছিল সৃষ্টি ও সৃজনশীলতার এক বিশাল ইতিহাস। তিনি গল্প, উপন্যাস, নাটকও রচনা করেছিলেন। বাংলা ভাষায় একটা নতুন প্রাণ নতুন তারুণ্য নিয়ে এসেছিলেন।
নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুরের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন কবি নাজমুল হেলাল, কবি খালেকুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তি আব্দুল মান্নান, কবি ও গীতিকার আতাউল ইসলাম সবুজ, রেভাঃ উজ্বল বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন আটচালাঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল। প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অগ্নিবীণার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম সিরাজ। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তি আপেল হোসেন, হেয়ার প্রসেসিং সভাপতি শহিদ বিশ্বাস, জালাল উদ্দিনসহ কবি সাহিত্যিকবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠান শুরুর আগে কবির স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করে কবিরা।
পরে বিকাল ৩ টার দিকে অনুষ্ঠানে ২য় পর্বে একই স্থানে নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি লাভলু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সেন্ট্রাল ইউনিভির্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজির বাংলা বিভাগের অধ্যাপক ড. সন্দীপক মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কবি খলিলুর রহমান, কবি কামরুজ্জামান লিটু, রেভা ফাদার লাভলু সরকার, জেলা লেখক সংঘের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, কবি আতিক হেলাল, কবি আকলিমা খাতুন, হেয়ার প্রসেসিং সভাপতি শহিদ বিশ্বাস। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন নজরুল স্মৃতি সাহিত্য সংসদের উপদেষ্টা কবি আজিম উদ্দিন বিশ্বাস আজু। এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবি ও সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ।