দর্শনা অফিস: কেরুজ আবাসিক এলাকা থেকে বাংলা মদসহ মিন্টু ম-ল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ লিটার বাংলা মদ। এছাড়াও দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ও রাতে পৃথক অভিযান পরিচালনা করে দর্শনা থানা পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর সোয়া ১টার দিকে দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই হারুন অর রশিদ, এএসআই মারুফুল ইসলাম, শাহীন আলম, ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কেরুজ ব্যাচেলর মেসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসম মেসের পাশের সড়ক থেকে ৪ কন্টেনার ভর্তি কেরুজ বাংলা মদ উদ্ধার করে পুলিশ। যার ওজন ৬০ লিটার। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় দর্শনা পৌর শহরের আজমপুরের ওহাব ম-লের ছেলে মিন্টু ম-লকে (৫০)। এ ঘটনায় এসআই হারুন অর রশিদ বাদী হয়ে গতকালই মিন্টুর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে গতরাত ৮টার দিকে দর্শনা থানার এসআই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুড়–লগাছি গোরস্থান সংলগ্ন সড়ক থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বলে জানা গেছে।