ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় পাঁচজন ও করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় সংক্রমিত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শৈলকুপায় একজন ও হরিণাকু-ুতে একজন মারা গেছেন। একই সময় ৪৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ১৩ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৫ হাজার ১৭৬।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ বলেন, সদর হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ১১৫জন চিকিৎসাধীন। শয্যাসংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় চিকিৎসাসেবা দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ