মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন ও সাধারণ সম্পাদক মুস্তাসির জামান মৃদুল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে শহর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক মেহেরপুর পৌর শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করা হলো। একই সাথে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সকল পদ প্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নিকট জীবন বৃত্তান্ত প্রদানের জন্য নির্দেশ দেয়া হলো।
পূর্ববর্তী পোস্ট
শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে মেহেরপুর পুলিশের মাস্ক বিতরণ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ