স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হাটবোয়ালিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা পরামর্শ
আলমডাঙ্গা ব্যুরো: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে হাটবোয়ালিয়ায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে। মেহেরপুর পল্লি বিদ্যুত সমিতির সভাপতি ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে ওই ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি সাংবাদিক রহমান মুকুল।
অ্যাস্ট্রা বায়োফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার তৌহিদুল ইসলামের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্লি চিকিৎসক সাবেক পরিচালক আবুল কালাম আজাদ, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের আইসি মেজবাহ উদ্দীন, সমাজসেবক আজাদ আলী বিশ্বাস, শরিফুজ্জামান লাকি, নান্নু বিশ্বাস, সাংবাদিক সোহেল হুদা, রকি বিশ্বাস, কালু ম-ল, রুহুল আমিন, লালু, সলেমান, আক্তার। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ দেন ডা. আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, মধ্যমায়ের দেশ হিসেবে আমাদের উন্নত স্বাস্থসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সকল সুখের মূল। উন্নত দেশ গড়ার পূর্বশর্ত হলো স্বাস্থ্যবান জাতি। আপনারা মুক্ত মনে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতিতে এসে সেবা নেবেন। সুস্থ থাকবেন।
সভাপতি বলেন, ডায়াবেটিস থেকে দেহে বিভিন্নরকম রোগের জন্ম নেয়। সেকারণে এ রোগটি অবহেলা করার সুযোগ নেই। সুস্থ থাকতে হলে একজন ডায়াবেটিস রোগীকে অবশ্যই ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকতে হবে।
আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগকে নতুনভাবে সুসংগঠিত করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগকে নতুনভাবে সুসংগঠিত করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ মার্চ সন্ধ্যায় ব-বিল ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে পারবে না। শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে একটি গোষ্ঠী এখনো চেষ্টা অব্যাহত রেখেছে। সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে, নির্বাচনে ব্যর্থ হয়ে অন্ধকার চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য জেলা পরিষদের সদস্য আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমার ফারুক, যুগ্মসম্পাদক সাইফুর রহমান পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক জাহাঙ্গীর আলম টিংকু মোল্লা। পৌর আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মুন্সি আসাদুজ্জামান চপলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর সেলিম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে রেজাউল হক তবা, দেলোয়ার মোল্লা, শহিদুল ইসলাম মোল্লা, পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, যুবলীগ নেতা চঞ্চল, আওয়ামী লীগ নেতা খালেক মোল্লা, তারাচাদ, বাবুল আক্তার পচা, তহিদুল ইসলাম, বকুল, বিশারত প্রমুখ।
আলমডাঙ্গায় ছাত্রলীগের আলোচনাসভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন
ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে নিজেকে গড়ে তুলতে হবে
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ছাত্রলীগের আলোচনাসভা ও জামায়াত, শিবির ও হেফাজতের নৈরাজ্যের প্রতিবাদের মোটরসাইকেল ঝটিকা মহড়া দিয়েছে। গতকাল ২৭ মার্চ বিকেলে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে সরকারি ডিগ্রি কলেজমাঠে আলোচনাসভা শেষে শহরে ঝটিকা মোটরসাইকেল মহড়া দেয়।
আলোচনা সভায় ছাত্রলীগ নেতা শ্রী মহেশ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন। এ সময় তিনি, ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে নিজেকে গড়ে তুলতে হবে। করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলায় ছাত্রলীগদের সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরে ঘরের বাইরে বের হওয়ার জন্য স্বেচ্ছাসেবকের কাজ করতে হবে।
আলোচনাসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আলাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাবেক কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা শাহিন, ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসেম আলী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমান, উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক আনিসুজ্জামান রিমন, কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক মুবাসসির আলম আলো, উপ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, কলেজ ছাত্রলীগ নেতা ইছানুর কবীর। ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ অন্তরের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ রকি, মেহরাব হোসেন সজিব, আব্দুল্লাহ আল সাকিব, পৌর ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সৈকত, হৃদয় আহমেদ টিটন, রোমান, শিহাব, আকাশ, কলেজ ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল অটল, মাসুদ, ইমন, হৃদয়, ছাত্রলীগ নেতা মামুন, তন্ময়, শিহাব, তারক, প্রান্ত, সৈকত প্রমুখ। আলোচনাসভা শেষে আলমডাঙ্গা উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা ডিগ্রি কলেজ চত্বর থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত মোটরশ্রমিক নেতা শরিফুল ইসলামের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাক, ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলামের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক, ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন শাখা (রেজি. ১৮৯৫) ২০ হাজার ও চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা ১৫ হাজার টাকা আর্থিক সহয়তা প্রদান করেন। গতকাল ২৭ মার্চ শনিবার দুপুরে মরহুম শরিফুল ইসলামের নিজবাড়ি কালিদাসপুর গ্রামের শ্রমিক নেতারা উপস্থিত হয়ে মরহুমের ছেলে পিয়াস ও মেয়ে তুলির হাতে টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক, ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন শাখা (রেজি. ১৮৯৫) সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি পিরু মিয়া, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ^াস, আলমডাঙ্গা শাখা কার্যালয়ের আহ্বায়ক আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সহসভাপতি আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ সাহাবুল হক, শহিদুল ইসলাম ইপি প্রমুখ।
উল্লেখ্য গত ১৩ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিদাসপুরের আব্দুল জলিলের ছেলে মোটরশ্রমিক নেতা শরিফুল ইসলাম (৪৫) বাইসাইকেল চড়ে আনন্দধান এলাকায় যান। তিনি আনন্দধামের এক চায়ের দোকানের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। সে সময় ২ জন কলেজপড়–য়া কিশোরকে মোটরসাইকেলে বসিয়ে আরেক কিশোর বেপরোয়া গতিতে মোটরশ্রমিক শরিফুল ইসলামকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের প্রচ- ধাক্কায় তিনি সড়কের ওপর আচড়ে পড়েন। তাকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার স্থানীয় একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ছবি: মোটর শ্রমিক নেতা মরহুম শরিফুলের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান
আলমডাঙ্গার কালিদাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রাজুর মতবিনিময়সভায় সকল মুক্তিযোদ্ধারা
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রাসেল পারভেজ রাজুর পক্ষে নির্বাচনী সভায় ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের একত্মতা ঘোষণা করেছেন। গতকাল ২৭ মার্চ শনিবার বিকেলে কালিদাসপুর রেলগেটে আলোচনাসভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজুর পক্ষে নির্বাচনী মাঠে কাজ করার একত্মতা ঘোষণা করেন। সভায় বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান। কালিদাসপুর গ্রামবাসীর উদ্যোগে মঈনদ্দীনকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলো। তারই ছেলে রাজু আহমেদ এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট করতে ইচ্ছে পোষণ করেছে। আমরা কালিদাসপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা এক হয়ে সকলের সিদ্ধান্ত অনুযায়ী রাজুকে আগামী নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করবো। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান, বীর মুক্তিযোদ্ধা একেএম হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন, বীর মুক্তিদযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা জোয়াদ আলী, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলী, বীর মুক্তিযোদ্ধা আজিবার রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা সাবেক কালিদাসপুর ইউপি চেয়ারম্যান রাজুর বাবা মঈন উদ্দিন।