দর্শনা পৌর মেয়রসহ নবনির্বাচিতদের সংবর্ধনাকালে এমপি আলী আজগার টগর
উন্নয়নে সম্মিলিতভাবে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে
দর্শনা অফিস: দর্শনা পৌরবাসী গণসংবর্ধনায় সংবর্ধিত করেছেন মেয়র মতিয়ার রহমানসহ নবনির্বাচিতদেরকে। গতকাল বুধবার বিকেলে দর্শনা পৌর ভবনের ছাদে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দর্শনা তথা আমার নির্বাচনী এলাকার উন্নয়নে আমার চেষ্টার ন্যূনতম কমতি নেই। এ অঞ্চলের উন্নয়ন আমার লালিত স্বপ্ন। যে স্বপ্ন পূরণে আপনাদের সাথে নিয়ে আমি কাজ করে যাচ্ছি নিরন্তর। আমার নির্বাচনী এলাকার মধ্যে দর্শনা একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর। এ শহরের উন্নয়নে মেয়র মতিয়ার রহমানের আন্তরিকতার ঘাটতি নেই তা সকলেই জানে। তাই সকলের সাথে সমন্বয় করে পরিকল্পিতভাবে উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সাথে নান্দনিক দর্শনা বিনির্মাণে নিষ্ঠা, দায়িত্ববান, আন্তরিকতা ও গুরুত্বের সাথে দায়িত্ব নিতে হবে নবনির্বাচিত প্রতিনিধিদের। দর্শনাবাসী আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই চারবারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এমপি আলী আজগার টগর। মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান, ওয়ার্কার্সপার্টির নেতা সৈয়দ মজনুর রহমান, দর্শনা পৌর আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি শহিদুল ইসলাম, হাজি জয়নাল আবদীন, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ। দর্শনা পৌর সচিব মনিরুজ্জামান শিকদারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, কবি ও সাহিত্যক আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ ম-ল, ইকরামুল হক পিপুল, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, মোমিনুল ইসলাম, নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে জাহানারা খাতুন, সুরাতন নেছা, বিলকিস খাতুন, হাসান খালেকুজ্জামান, এনামুল কবির, রবিউল হক সুমন, মনির সরদার, সাইফুল ইসলাম মুকুল, রেজাউল ইসলাম, সাবির হোসেন মিকা, বিল্লাল হোসেন, আশুর উদ্দিন, আ.লীগ নেতা শফিকুল আলম, আব্দুর রফিক কাবি, হারুন অর রশিদ, জয়নাল আবেদীন নফর, নেফাউর রহমান মন্টু, আব্দুল গফুর, আবু ফয়সাল, লিয়াকত আলী, জাহিদুল ইসলাম প্রমুখ।