মহেশপুর প্রতিনিধি: নিখোঁজের ৫ দিন পর মহেশপুর থেকে জিসান হোসেন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মহেশপুর উজেলার বজরাপুর গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জিসান হোসেন ওই উপজেলার বজরাপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
জানা যায়, ওমর ফারুকের ৩ বছরের শিশুপুত্র জিসান গত ৫ দিন আগে নিখোঁজ হয়। গতকাল সোমবার সকালে বাড়ির পাশে একটি গর্তের ভেতর শিশুটির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কে বা কারা শিশুটিকে হত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি, তবে এলাকাবাসী জানিয়েছে, ওমর ফারুকের স্ত্রী যমুনা খাতুন পরকীয়া প্রেমের টানে গত কয়েক মাস আগে অন্যের সাথে পালিয়ে গেছে। সেই থেকে শিশুটি তার বাবার কাছে ছিলো। গত বৃহস্পতিবার শিশুটি নিখোঁজ হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৫ দিন আগে নিখোঁজ হয় শিশু জিসান। নিখোঁজ হওয়ার পর তার পরিবার পক্ষ থেকে গত ২৭ জানুয়ারি মহেশপুর থানায় জিডি করা হয়। গতকাল সোমবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, শিশুটির শরীরে নির্যাতনের কোনো চিহ্ন নেই। এছাড়া মনে হচ্ছে গত রাতেই সে মারা গেছে। তদন্ত চলছে। আশা করছি দ্রুতই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।