স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিকের আয়োজনে বিদ্যুতস্পৃষ্টে এক ইটভাটা শ্রমিক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের সুমিরদিয়া কলোনিপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়জুল ম-ল (৩৭) সুমিরদিয়া কলোনিপাড়ার মৃত তাহাজ উদ্দিনের ছেলে। ইটভাটার শ্রমিক ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে বনভোজনের আয়োজন করে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনিপাড়ার কয়েক যুবক। এ সময় বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ নিতে গিয়ে অবসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন ফয়জুল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন ফয়জুলকে মৃত বলে ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাতে ফয়জুলের লাশ বাড়িতে পৌঁছুলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্ষবরণ উপলক্ষে যেখানে গান-বাজনা বনভোজনের আয়োজন করা হয়েছিলো সেখানেও দেখা দেয় নিস্তব্ধতা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ