চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৩ জন শনাক্ত : নতুন ২১ জনের নমুনা সংগ্রহ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ১২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের নেগেটিভ হলেও পজেটিভ হয়েছে ৩ জনের। গতকাল রোববার নতুন ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
নতুন যে ৩ জন শনাক্ত হয়েছে এর মধ্যে দুজন চুয়াডাঙ্গা জেলা শহরের পৃথক দুটি মহল্লার অপরজন আলমডাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৭ জন, হোম আইসোলেশনে ছিলেন ৫৬ জন। নতুন ৩ জনের আক্রান্ত দিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৮৯ জন। রোববার আরও ৩ জন সুস্থ হয়েছেন। এ দিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৪শ ৮৫ জন।
চুয়াডাঙ্গা জেলা শহরের অধিকাংশ মহল্লাতেই রয়েছে নোভেল করোনা ভাইরাসের উপস্থিতি। জেলা শহরের যে দুজন গতকাল শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি সাদেক আলী মল্লিকপাড়ায় অপরজনের বাড়ি পলাশপাড়ায়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি সকলকে মাস্ক পরে বের হওয়ার পুনঃপুনঃ আহ্বান জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে আসছে। শীতের মধ্যে ভয়ানক ছোঁয়াছে এই ভাইরাস ভয়াবহ আকারে ছড়াতে পারে বলে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সকলকে জানিয়ে আসছেন।