স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দফায় দফায় টাকা নেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবক নাঈম হাসান (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার আকন্দবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গত রোববার ভুক্তভোগী কলেজছাত্রীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা গেছে, যুবক নাঈম হাসান গত একমাস যাবত আলুকদিয়ার এক কলেজছাত্রীর কাছ থেকে হুমকিধামকি দিয়ে টাকা আদায় করে আসছিলো। কলেজছাত্রীর ছবি সুপার ইম্পোজ করে অশ্লীল বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছিলো নাঈম। এরই মধ্যে তিন দফায় ওই ছাত্রীর কাছ থেকে বিকাশে ১২ হাজার টাকাও হাতিয়ে নেয় সে। গত ৩১ অক্টোবর কলেজছাত্রীর বাড়ির সামনে গিয়ে অভিযুক্ত যুবক নাঈম তাকে ছবি ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখায়। ওই সময় কলেজছাত্রী চিৎকার শুরু করলে পালিয়ে যায় নাঈম। পরদিন ১ নভেম্বর ভুক্তভোগী কলেজছাত্রীর পিতা বাদী হয়ে নাঈম ও অজ্ঞাতনামা আরেক যুবককে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শামিম হাসান গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে নাঈম হাসানকে নিজবাড়ি থেকে গ্রেফতার করেন। গতকালই নাঈম হাসানকে আদালতে সোপর্দ করা হয়।
এছাড়া, আরও পড়ুনঃ