স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ তফশিল ঘোষণা করেন নির্বাচন পচিালনা কমিটির প্রধান অ্যাড. বেলাল হোসেন (পিপি)। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. এমএম মনোয়ার হোসেন ও অ্যাড. আবু তালেব বিশ্বাস উপস্থিত ছিলেন।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৫ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি দাখিল ও নিষ্পত্তি, ৭ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৮-১০ নভেম্বর মনোনয়নপত্র বিক্রয়, ১৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল। ১৬ নভেম্বর প্রার্থী মনোনয়পত্র বাছাই। ১৭ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ। ১৯ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি শুনানী ও নিষ্পত্তি। ২১ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ (খসড়া)। ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৪ নভেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ এবং ২ ডিসেম্বর ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ