দামুড়হুদা অফিস: দামুড়হুদা বাসস্টান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে নিউ ফাস্টফুডের মালিক বাবুল ওরফে বাবুকে (৩৫) জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেল ৩ টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার নিউ-ফাস্ট ফুডে অভিযান চালিয়ে ৫ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার ফাস্টফুডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। এসময় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার অপরাধে নিউ-ফাস্ট ফুডের পরিচালক দামুড়হুদা দশমীপাড়ার আঃ গফুরের ছেলে বাবুল ওরফে বাবুকে (৩৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫২ ধারায় দোষী সাব্যস্ত করে ৫’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জরিমানার টাকা নগদে পরিশোধ করে মুক্ত হয় ফাস্টফুড মালিক বাবু। আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহম আলী, দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।