ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় ৯২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ১০০ টি নমুনার রিপোর্টে নতুন ৪৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ২১ জন, শৈলকুপায় ৯ জন, হরিণাকুন্ডুতে ২ জন, কালীগঞ্জে ৮ জন ও মহেশপুরে ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯২২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৯৮ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১৬ জন মৃত্যুবরণ করেছে। ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২২ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪২৯, শৈলকুপায় ১১০, হরিণাকুন্ডুতে ৩৭, কালীগঞ্জে ২৫৭, কোটচাঁদপুরে ৫৫ ও মহেশপুরে ৩৪ জন আক্রান্ত হয়েছেন।