দামুড়হুদা ব্যুরো: চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৩ কেজি ভারতীয় তৈরী রূপার গয়না উদ্ধার করতে সক্ষম হয়েছে। চোরাচালানিকাজে জড়িত সন্দেহে ২ চোরাচালানিকে পলাতক আসামি করে দায়ের করা হয়েছে মামলা। জব্দ করা হয়েছে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী। উদ্ধারকৃত রূপার গয়না ও ভ্যানগাড়ীটি দর্শনা থানায় জমা দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান (পিএসসি) গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল পৌনে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্তবর্তী বুইচিতলা গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ২৪ লাখ টাকা মূল্যের ২৩ কেজি ৫৩৩ গ্রাম রূপার গয়না আটক করেন। জব্দ করা হয় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী। ঘটনার সাথে জড়িত সন্দেহে দামুড়হুদা উপজেলার বুইচতলা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে ফরজ আলী (৩৫) ও একই গ্রামের আজিজুল হকের ছেলে নওশাদকে (৩৬) পলাতক আসামি করে বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা করা