গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের একটি বাড়ি থেকে সুন্দরী খাতুন (৫০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ ও আহত অবস্থায় তার স্বামী রুস্তম আলীকে (৬০) উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুর্বৃত্তদের হামলায় স্ত্রী নিহত আর গুরুতর আহত স্বামী অজ্ঞান অবস্থায় কয়েকদিন ধরে ওই বাড়িতে পড়েছিলেন বলে ধারণা পুলিশের। সুন্দরী খাতুন বামন্দী বাজারে ঝাড়– দেয়ার কাজ করতেন। তিনি বামন্দী-নিশিপুর গ্রামের খোকা মিয়ার মেয়ে। স্বামী রুস্তম দিনমজুর। কুষ্টিয়ার দৌলতপুরের জনৈক রুস্তম আলীর সাথে দ্বিতীয় বিয়ে করে বামন্দীর সাইদুর রহমানের পরিত্যক্ত বাসায় বসবাস করতেন এ দম্পত্তি। সুন্দরী খাতুনের এক ছেলে নিশিপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গলিত মরদেহের দূর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সন্ধান পায়। ঘরের বাইরের ফটক তালাবন্ধ ছিলো। পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সুন্দরীর গলিত মরদেহ উদ্ধার করে। ওই বাড়ির আরেকটি কক্ষ থেকে রুস্তম আলীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আঘাতে রুস্তম আলী অজ্ঞান হয়ে পড়েছিলেন বলে ধারণা পুলিশের। ঘটনাস্থল থেকে গাংনী থানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান বলেন, মরদেহ মর্গে আর আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীর জ্ঞান ফিরলেই ঘটনার রহস্য জানা যাবে। তবে মরদেহ অর্ধগলিত তাই মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া জানা যাবে না। অপরদিকে আহত রুস্তম আলীর কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।