মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের বদ্দিপুর গ্রামে রতœা খাতুন নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাতে নিজঘরে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। নিহত রত্না খাতুন (২২) বদ্দিপুর গ্রামের রমজান আলির স্ত্রী।
মহেশপুরের যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এবিএম শাহিদুল ইসলাম জানান, রতœা খাতুনের স্বামী রমজান আলী একটি মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন। শুক্রবার রাতে দেড় বছরের সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন রত্না খাতুন। মাঝরাতে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে রত্মার মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মুর্শেদ হোসেন খান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এ হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের স্বামী রমজান আলী একটি মামলায় জেলহাজতে আছে।