মেহেরপুর জেলা পরিষদের ৫৫০টি পরিবারে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ
মেহেরপুর প্রতিনিধি: দেশে করোন ভাইরাসের কারণে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসূল গ্রামে গ্রামে গিয়ে ৫৫০জন কর্মহীন অসহায় গরিব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলায় এসকল খাবার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলার বুড়িপোতা ইউনিয়ন, আমঝুপি ইউনিয়ন, কতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫শ’ গ্রাম খেজুর, ১ লিটার তেল, সাবান বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন, খাজা মুঈনদ্দিন লিটনসহ পরিষদের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে বাড়িতে বাড়িতে খাবার সামগ্রী বিতরণ
মেহেরপুর প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কারণে মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে খাবার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন নিজে বাড়ি বাড়ি গিয়ে এসকল খাবার সামগ্রী বিতরণ করেন। এসময় শহরের ৭নং ওয়ার্ডের ৩৫০টি পরিবারের খাবার সামগ্রী পৌছে দেন পৌর মেয়র। খাবার সমাগ্রী বিতরণকালে সহযোগিতা করেন পৌর কাউন্সিলর ইভান, সৈয়দ আব্দুল্লাহ হেল বাপ্পি, নুরুল আশরাফ রাজিব, যুবলীগ নেতা আমানুর রহমান সোহেল, শেখ সারাফাত, আফজাল হোসেন লিখন, রোকন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ পৌরসভার কর্মচারীগণ।
মেহেরপুর প্রশাসনের কাছে আশা’র ৭শ’ জনের খাদ্য সামগ্রী হস্তান্তর
মেহেরপুর প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কারণে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য মেহেরপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৭০০ জনের খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে মেহেরপুর শাখার এনজিও প্রতিষ্ঠান “আশা”। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক চত্তরে এসকল খাদ্য সামগ্রী জেলা প্রশাসনের হতে তুলে দেন কুষ্টিয়ার আশা’র সহকারী কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার ওমর ফারুক। এসকল খাদ্য সামগ্রী সদর উপজেলার কর্মহীন মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রশাসনে হতে তুলে দেন আশা এনজিও প্রতিষ্ঠান মেহেরপুর শাখা। এসময় সেখানে আশা’র মেহেরপুর জেলা শাখার ম্যানেজার নাজমুল আলম, রিজিওনাল ম্যানেজার কুরবান আলী, ম্যানেজার নজরুল ইসলামসহ আশা এনজিও এর সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন মেহেরপুর পৌর মেয়র
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌর মেয়র নিজ উদ্যোগে শহরের ৪নম্বর ওয়ার্ড মাঠপাড়ার প্রতিবন্ধী জেসমিন আক্তারকে হুইল চেয়ার প্রদান করেন। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন মাঠপাড়ায় গিয়ে প্রতিবন্ধী জেসমিন আক্তার হুইল চেয়ার প্রদান করেন। জেসমিন আক্তার শহরের মাঠপাড়ার আলী হোসেনের মেয়ে। এসময় পৌর কাউন্সিলর ইভান, সৈয়দ আব্দুল্লাহ হেল বাপ্পি, নুরুল আশরাফ রাজিব, যুবলীগ নেতা আমানুর রহমান সোহেল, শেখ সারাফাত, আফজাল হোসেন লিখন, রোকন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ পৌরসভার কর্মচারীগণ।
চুয়াডাঙ্গা সরোজগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
সরোজগঞ্জ প্রতিনিধি: শর্তপূরণ না করে ব্যবসা পরিচালনার অপরাধে সংক্রমণ ২০১৮ সালের ২৪/১ ধারায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রানা গার্মেন্টস অ্যান্ড শাড়ি হাউজে ২ হাজার টাকা, একই অপরাধে আজাদ গার্মেন্টসের ২ হাজার টাকা, জনি গার্মেন্টস অ্যান্ড শাড়ি হাউজে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। এসময় সহয়োগিতা করেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক ও ইউপি সচিব মোশারফ হোসেন।
৪০টি দোকানের ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করলেন ডিউক হুদা
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে অবস্থিত নিজ পজিশনের ৪০টি দোকানের ১ মাসের ভাড়ার টাকা মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করলেন ডিউক হুদা। ইতোপূর্বে তিনি লকডাউনে কর্মহীন হয়ে পড়া হাটবোয়ালিয়া বাজারের ব্যবসায়ীদের পাশে খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে যান। করোনা ভাইরাস সঙ্কটে বর্তমানে লকডাউন চলছে। লকডাউনের কারণে প্রায় দুই মাস ধরে ওই মার্কেটের ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে গতকাল ডিউক হুদা মোবাইলফোনে ব্যবসায়ীদের সাথে কথা বলে গত এপ্রিল মাসের ভাড়া মওকুফের ঘোষণা দেন। তা ছাড়া ভবিষ্যতে যেকোন সঙ্কটকালে তিনি ব্যবসায়ীদের সাথে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় তিনি বলেন, সকল দোকান ও ঘর মালিকদের উচিত এই করোনাভাইরাস মহামারীর সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান ভাড়া মওকুফ করা। দু’র্দিনে তাদের পাশে দাঁড়ানো।
ডিউক হুদা হাটবোয়ালিয়া বাজারের মরহুম ডাক্তার রিয়াজ উদ্দীন আহমেদের কনিষ্ঠপুত্র। মরহুম রিয়াজ উদ্দীন আহমেদ ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচিত এমএলএ, অসম সাহসি সমাজ সংস্কারক ও কিংবদন্তীতুল্য রাজনীতিবিদ ছিলেন।