৭ লাখ টাকা জরিমানাসহ ইট পোড়ানো কার্যক্রম বন্ধের নির্দেশ
চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় ৪টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা ও দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে সাত লাখ টাকা জরিমানা আদায় এবং ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিনব্যাপী অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ইট ভাটা প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লংঘনের দায়ে চারটি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ৭ লাখ জরিমানা আদায় করা হয় এবং ইট ভাটা পোড়ানোর কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়। ইটভাটাগুলো হলো, সদর উপজেলার বড়শলুয়া গ্রামের কেএসবি ব্রিকসের (জিগজাগ) ম্যানেজার আব্দুল বারিককে এক লাখ টাকা, ডিহি গ্রামের আরএমকে ব্রিকসের (জিগজাগ) মালিক মিজানুর রহমানকে ২ লাখ টাকা, দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের দোয়েল ব্রিকসের (১২০ ফুট) মালিক আরিফুল ইসলামকে ২ লাখ টাকা এবং দামুড়হুদা উপজেলার ঈশ^রচন্দ্রপুর গ্রামের সুপার ব্রিকসের (১২০ ফুট) মালিক শরিফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ^াস ও পরিদর্শক (প্রসিকিউটর) মো. নাইম হোসেন এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.