অপরাধ প্রবণতা রোধে সংশ্লিষ্টদের সজাগ ও দায়িত্বশীল হওয়ার তাগিদ
স্টাফ রিপোর্টার: আগামী ৩০ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশিংয়ের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হবে। পুলিশ লাইনে অনুষ্ঠিতব্য সমাবেশের প্রস্তুতিমূলক সভা গতকাল শনিবার সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম কমিউনিটি পুলিশ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, এর আগে চুয়াডাঙ্গা পুলিশং সমাবেশ অপরাধ প্রবণতা হ্রাসে অনেকটাই ফলপ্রসু হয়। এবারের আয়োজনও যাতে দৃষ্টান্ত স্থাপন করতে পারে সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক সভা আহ্বানের বিস্তারিত তুলে ধরে বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জেলার অপরাধ প্রবণতা রোধে অনেকটা সফলতা পাওয়া গেছে। আগামী ৩০ অক্টোবর কমিউনিটি পুলিশিংয়ের বার্ষিক সমাবেশ। কোথায় কখন কীভাবে সমাবেশ করলে সমাজ উপকৃত হবে সে বিষয়ে জেলা পুলিশিং কমিটির উপস্থিত আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকলের নিকট থেকে মতামত আহ্বান করেন। উপস্থিত থেকে মতামত দেন জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান, সদস্য সচিব মো. মনিরুজ্জামান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাড. মো. বেলাল হোসেন, সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদস্য অ্যাড. মানিক আকবর, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজিজুর রহমান, সোনালী ব্যাংক ডিঙ্গেদহ শাখা ব্যবস্থাপক রুস্তম আলী, সদস্য নূঝাত পারভীন, ওয়েভ ফাউন্ডেশনের কানিজ সুলতান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সদস্য সাংবাদিক শাহ আলম সনি, একরামুল হুসাইন, জাতীয় মহিলা সংস্থার চুয়াডাঙ্গা চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান মো. নূরুল ইসলামসহ অনেকে।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশ হচ্ছে জনগণের সাথে পুলিশের আস্থার এক সেতুবন্ধন। কোভিড-১৯ মহামারির কারণে কমিউিনিটি পুলিশিং কমিটির কার্যক্রম কিছুটা অদৃশ্য হলেও স্ব স্ব অবস্থানে থেকে কার্যক্রম চলেছে, চলছে। কমিউনিটি পুলিশিং সদস্যদের বেশি বেশি করে সমাজের অপরাধ প্রবণতা রোধে সজাগ ও দায়িত্বশীল হতে হবে। আগামী ৩০ অক্টোবরের সমাবেশ সর্বাত্মক সফল করার জন্য প্রয়োজনে আরও প্রস্তুতি সভা আহ্বান করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সকল প্রকার ব্যবস্থা নেবেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ