দর্শনা অফিস: চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে জয়নগরের শাহীন ও জাহিদুলকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে এসআই শিহাব উদ্দিন, সুমন্ত বিশ্বাস, এএসআই রমেন কুমার সকার ও রাজিবুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে। ওখান থেকে পুলিশ সন্দেহজনকভাবে গ্রেফতার করে দর্শনা পৌর এলাকার জয়নগর বড় মসজিদপাড়ার শের আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৫) ও মহিদুল ইসলামের ছেলে শাহীন আলমকে (২২)। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও কালো রংয়ের ১০০ সিসি একটি ফ্রিডম মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই শিহাব উদ্দিন বাদি হয়ে গতরাতেই দর্শনা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করেছেন মামলা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ