১৭ বছর পর দখল পেলো দামুড়হুদার বেড়বাড়ী ঈদগাহ ময়দানের জমি

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার বেড়বাড়ী ঈদগাহ ময়দানের ১৬ শতক জমি দীর্ঘ ১৭ বছর পর দখলমুক্ত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে জমিটি ঈদগাহ কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (৩৬) দীর্ঘদিন ধরে ক্ষমতার জোরে ঈদগাহ ময়দানের ৩২ শতক জমি দখল করে রেখেছিলেন। গ্রামবাসীর প্রচেষ্টাই একবার ১৬ শতক জমি দখল করেন। পরবর্তীতে বাকি ১৬ শতক জমিটি ঈদগাহ কমিটি ও স্থানীয় জনগণ ফিরে পাওয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে আসছিলেন কিন্তু তা কোনভাবেই দখল নেয়া সম্ভব হয়নি। দখল করতে গেলেই গিয়াস উদ্দিন ও তার পরিবারের লোকজন কমিটি পক্ষের ওপর দেশীয় অস্ত্রের ভয় দেখান। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহযোগিতায় জমিটি ঈদগাহ কমিটির দখলে আসে। এ সময় গিয়াস উদ্দিন স্বেচ্ছায় জমি ছেড়ে দেন। জমি ফিরে পেয়ে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
ঈদগাহ কমিটির সভাপতি ও সেক্রেটারি বলেন, এই জমিটি দীর্ঘদিন গিয়াস উদ্দীনের দখলে থাকায় ঈদের জামাত ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পরিচালনায় অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। জমি ফিরে পাওয়ায় এখন আর কোনো বাধা থাকবে না। এ বিষয়ে ইউপি সদস্য শওকত আলী বলেন, জনগণের স্বার্থ রক্ষায় আমরা সবসময় কাজ করে যাব। ঈদগাহের জমি জনগণের। এখানে অন্য কেউ দখল করে রাখতে পারবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আশাবাদী, ভবিষ্যতে যেন এ ধরনের দখলদারি আর না হয় এবং ধর্মীয় স্থানের পবিত্রতা বজায় থাকে। এসময় উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সহ-সভাপতি আক্তারুল ইসলাম, সেক্রেটারি শিমন মিয়া, সহ-সেক্রেটারি পারভেজ আলী, ক্যাশিয়ার নুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবলু হোসেন, বিএনপি নেতা আব্দুল মান্নান, শেখ কদম আলী, মজিবুল শেখ, চারুলিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ফিরোজ আলী।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More