হেফাজত ইসলামের ডাকা হরতাল ও সন্ত্রাসী হামলা বোমাবাজির প্রতিবাদে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিক্ষোভ মিছিল
ধর্মের অপব্যাখা দিয়ে জনজীবন ব্যাহত করার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার আহ্বান
স্টাফ রিপোর্টার: হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টির ঘটনার প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী অপশক্তি সাম্প্রদায়িক ও উগ্র মৌলবাদী গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি করেছে। পাকিস্তানি প্রেতাত্মা জঙ্গি গোষ্ঠী হেফাজত ইসলাম আগামীকাল (আজ) রোববার অবৈধ হরতালের ডাক দিয়েছে। আগামীকাল (আজ) রোববার যারা ধর্মের অপব্যাখা দিয়ে হরতালের নামে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের জনজীবন ব্যাহত করার চেষ্টা করবে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। আমরা সকলেই প্রস্তুত রয়েছি। দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হতে দেয়া যাবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মুফতি মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক হাজি আলাউদ্দিন হেলা, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, রাসেদুজ্জামান বাকী, জাবেদ, যুবলীগ নেতা আলো, শেখ সেলিম, মুস্তাক, সোহেল, ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ-সভাপতি সাহাবুল হোসেন, ছাত্রলীগ নেতা ফিরোজ, তারেক, বাপ্পী, রিগান, হিমেল, রাজু, মিন্টু, সোহেল, আলিফ নুরসহ পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে, গতকাল শনিবার সন্ধ্যার পরপরই চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পৌরসভা মোড়ে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, শ্রমিকলীগ, সাবেক যুবলীগ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।
এদিকে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কোর্টরোড হয়ে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল, সাবেক কুতুবপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাখওয়াত হোসেন টাইগার, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, হাপিজুর রহমান হাপু, সাজেদুল ইসলাম লাভলু, আবু বক্কর সিদ্দিক আরিফ, অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, আলমগীর আজম খোকা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, ইমরান আহমেদ, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার ম-ল, যুগ্ম আহ্বায়ক তফসির আহমেদ লাল, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, মাসুদুর রহমান মাছুম, দরুদ হাসান, জুয়েল জোয়ার্দ্দার, আল ইমরান শুভ, রামীম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, তানভীর রোজ টুটুল প্রমুখ।
অপরদিকে, গতকাল বেলা ১১টায় দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসের ছাত্রলীগ টেন্টে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাহাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ সম্পাদক রিমন হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক ও জেলা ছাত্রলীগ নেতা অয়ন জোয়ার্দ্দার। আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, ছাত্রনেতা সোয়েব রিগান, পৌর ছাত্রলীগ নেতা ইমদাদুল হক আকাশ। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলার সাবেক আহবায়ক সাইফুল ইসলাম রানা, রকি, ছাত্রনেতা মিঠুন, রহিম, আলিফনুর, রামিম, দিপু, আফরিজ, সারাফাত ও হিরক। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব স্বাধীন।
দর্শনা অফিস জানিয়েছে, বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংসে হেফাজতের তা-বের প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে দর্শনা পৌর আ.লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে করা হয়েছে বিক্ষোভ সমাবেশ। দর্শনা পৌর যুবলীগের আয়োজনে এ সমাবেশ বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসম্পাদক আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, সহসভাপতি মামুন শাহ, মনির সরদার, আশরাফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগ নেতা রিপন, লোমান, মিল্লাত, নাজিম, রাসেল, প্রভাত, রায়হান প্রমুখ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দেশের বিভিন্নস্থানে বাংলার অসম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করার লক্ষ্যে হেফাজতে ইসলামের তা-বের প্রতিবাদে দামুড়হুদায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা যুবলীগের উদ্যোগে স্থানীয় ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল কবীর ইউসুফ, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, সহসভাপতি সোলাইমান কবীর, দামুড়হুদা সদর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, আ.লীগ নেতা আবুল হাশেম মেম্বার, রাশেদুল ইসলাম মেম্বার, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভূট্টু, যুবলীগ নেতা শাহিন, শরীফুল, ফজলুল হক, ছাত্রলীগ নেতা এমএ করীমসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবলীগ। গতকাল শনিবার বিকেলে মিছিলটি মেহেরপুর পৌরসভা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। রাষ্ট্রবিরোধী হরতালে হরতাল না মানার আহ্বান জানিয়েছেন তারা। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মাহবুব হাসান ডালিম, সাজাদুর রহমান সাজু, ইউনুস আলী, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রমুখ।