বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনটির নেতৃবৃন্দরা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, সভাপতি মন্ডলীর সদস্য অমরদ্বীপ আগরওয়ালা, দেবেন্দ্রনাথ দোবে(বাবুলাল), কোষাধক্ষ্ পলাশ কুমার সাহা,দামুড়হুদা উপজেলা শাখা সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, সদর পৌর শাখা সাধারণ সম্পাদক রাজেশ পাল, প্রমুখ। এছাড়াও, বাংলাদেশ উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার আগরওয়ালা, সহ-সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, দপ্তর সম্পাদক প্রভাত দেবনাথ, দামুড়হুদা উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক উত্তম রঞ্জন দেবনাথ, সদস্য সচিব সঞ্জয় হালদার, প্রান্ত দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সংগঠন দুটির নেতৃবৃন্দরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.