চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে শহরতলী দৌলাতদিয়াড়ের তাসনীম নূর কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত পৌর সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক রুহুল আমিন সোহেল। এসময় চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী হিসেবে তুষার ইমরানকে মনোনীত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক তুষার ইমরান। উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি জিনারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলিমুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুল আলম সজিব, সদর উপজেলা শাখার সভাপতি ফাহিম ফয়সাল, সাধারণ সম্পাদক মীর শফিউল ইসলাম, শ্রমিক নেতা শেখ পেয়ার মুহাম্মাদ, মাও. সাইফুল ইসলাম, যুবনেতা হাসানুজ্জামান, ছাত্রনেতা জামাল উদ্দীনসহ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা পৌর শাখার সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এসময় ২০২০-২১ মেয়াদের নতুন পৌর কমিটি ঘোষণা করা হয়। আলহাজ রুহুল আমীন সোহেল সভাপতি এবং মাও. মোহাম্মদ আলী সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে তুষার ইমরানকে মনোনীত করা হয়। হাতপাখা প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক তুষার ইমরান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ