হাজি শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম’ মাদরাসায় খতমে বুখারী ও দোয়া
চালাঘর থেকে বিভাগীয় শ্রেষ্ঠত্ব : দাওরা হাদিসের পরীক্ষা কেন্দ্র স্বীকৃতি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরে অবস্থিত এই ‘হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম’ মাদরাসায় খতমে বুখারী ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দাওরা হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক (দাঃবাঃ)। তিনি শিক্ষার্থীদের মাথায় পাগড়ী পরিয়ে দেন এবং মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। গতকাল শনিবার দুপুরের পর মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা মাহফুজুল হক (দাঃবাঃ) বেলা সাড়ে তিনটায় মাদরাসা প্রাঙ্গণে পৌঁছান। এ সময় তিনি মাদরাসা ঘুরে দেখে এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং মাদরাসার সুন্দর পরিবেশ উপভোগ করেন এবং মাদরাসার পরিবেশে মুগ্ধ হয়ে প্রশংসা করেন। এরপর মাদরাসার পরিচালক আলহাজ সাহিদুজ্জামান টরিকের সঙ্গে মাদরাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা প্রয়াত হাজী শামসুজ্জোহা বিশ্বাস ও তার সহধর্মিণী সাহিদা বেগমের কবর জিয়ারত করেন। পরে তিনি খতমে বুখারী মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘হাজী শামসুজ্জোহার মতো একজন মানুষের স্বপ্নের মাদরাসা আজ যে উচ্চতায় পৌঁছেছে, তা সত্যিই প্রশংসনীয়। এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এই অঞ্চলের মানুষের জন্য ইসলামী শিক্ষার আলো ছড়ানোর একটি কেন্দ্র। প্রয়াত প্রতিষ্ঠাতার এই অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। আমি এই মাদরাসার বর্তমান পরিচালনা পরিষদ, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে মাদরাসার উন্নয়নে কাজ করছেন।’
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী, চুয়াডাঙ্গা ফজলুল উলুম মাদরাসার নায়েবে মোহতামিম মাওলানা জহুরুল ইসলাম আজিজী, বুজরুকগড়গড়ি মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আযিযুল্লাহ, কওমি পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতিরুহুল আমিন, মাওলানা ইব্রাহিম হুসাইন কাসেমী, কুষ্টিয়া। এবং সমাপনী বক্তব্য দেন হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান শামীম।
এদিকে, অনুষ্ঠানে দাওরা হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের গর্বিত পিতাদেরকেও বিশেষ সম্মান দেয়া হয়। প্রধান অতিথি বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক (দাঃবাঃ) এবং মাদরাসার পরিচালক আলহাজ সাহিদুজ্জামান টরিক গর্বিত পিতাদের মাথায় টুপি পড়িয়ে দেন এবং সকলকে অভিনন্দন জানান।
মুফতি নাফিউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী হাফেজ তামজীদ হুসাইন, ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন মিহসান উদ্দীন ও রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুফতি আব্দুর রাজ্জাক, মাদরাসার ইতিহাস বর্ণনা করেন হাফেজ ইনারুল ইসলাম ইন্না। এছাড়াও আলোচনা করেন মাওলানা বায়জিদ হুসাইন। মাহফিল শেষে মাদরাসা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এসময় শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা মাহফুজুল হক (দাঃবাঃ) এবং মাদরাসার পরিচালক সাহিদুজ্জামান টরিককে সম্মান জানিয়ে তাদের সঙ্গে একে একে মুসাফা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.