হরিণাকু-ুতে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি

হরিণাকু-ু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকু-ুতে ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মনিরুলের দিকে মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালানো হলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গুলির পর পরই ওই বাজারে একটি ককটেলও বিস্ফোরিত হয়। এ ঘটনায় বাজারটি জনমানবশূন্য হয়ে পড়ে। মনিরুল ইসলাম স্থানীয় চাঁদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান। তিনি কন্যাদহ গ্রামের আফসার উদ্দীনের ছেলে। তিনি দাবি করেন, চাঁদপুর ইউনিয়নের ভোলার মোড়ের একটি দোকানে বসে তিনি চা পান করছিলেন। চা-পান শেষে তিনি ৭ থেকে ৮জন সঙ্গীসহ বাড়ির উদ্দেশ্যে রওনা করলে মুখে মাস্ক পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। মনিরুল ইসলাম জানান, তিনি বর্তমানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে কেউ তার ওপর ক্ষুব্ধ হতে পারে। সেই আক্রোশ থেকে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান বলেন, সেখানে পটকা জাতীয় কিছু ফুটতে পারে। চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন জামিন হয়ে পদে ফিরতে চাচ্ছেন। তবে মনিরুল ইসলাম এ নিয়ে তাকে পাত্তা দিচ্ছে না। এমন কিছু থেকে বিষয়টি সাজানো নাটকও হতে পারে। তারপরও তদন্ত করে পুরো বিষয়টি জানা সম্ভব হবে। এদিকে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে শুক্রবার রাতে ভোলার মোড় ও কন্যাদহ গ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More