হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর ও মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের পারমথুরাপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ট্রাক্টরচালক টুলু হোসেন (২৩) ও পাশের চাঁদপুর গ্রামের বাসিন্দা মোটরসাইকেলের চালক শাকিল হোসেন (৩০)।
হরিণাকুণ্ডু থানা পুলিশ জানায়, সকালে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের পারমথুরাপুর সেতু এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে চালক টুলু হোসেন ঘটনাস্থলে চাপা পড়ে মারা যান। আর মোটরসাইকেলের চালক শাকিল রাস্তার ওপর ছিটকে পড়েন। জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা বলেন, আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা শাকিলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তিনি মারা যান।